এমনি এক দাবদাহে যখন পৃথিবী ধুঁকছিল
তখন তুমি একমাত্র তুমিই ছিলে,
বেলফুলের মত সবুজ আর তরতাজা।
অপূর্ব দৃষ্টি দিয়ে আকাশ নিরীক্ষণে ব্যস্ত ছিলে
তোমার চোখে রোদ্দুরের কিরণ এসে থমকে যাচ্ছিল
নাকি হৃদয়ের স্তুতি দিয়ে
তাদের আদর আর সহনীয় করে তুলছিলে...
সে মাধুরী মাখা চোখ যখন আমায় অবলোকন করে
মনে হল আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ কেউ।
কি যেন এক অন্তর্দৃষ্টি সে তোমার
সজলতার ওষ্ঠ বাড়িয়ে বললে
এসো, এসো হে পথিক তৃষ্ণা মিটিয়ে যাও।
বেল ফুলের মতন নিস্পাপ গন্ধ ছড়িয়ে গেল নিমেষে
আকাশে ঘনিয়ে উঠল তোমার কাজল চোখের প্রেক্ষাপট
আঁচল উড়িয়ে দিতে ঝড় উঠলো ঈশান কোন থেকে
তুমি কিন্ত স্থির স্বচ্ছ ঠিক সরোবরের মতন
রাজহংসী চালে পিছন ফিরে
অস্ফুট স্বরে কি যেন বলে গেলে।
তারপর আর জানিনা...
যখন নিজেকে আবিষ্কার করি দেখি এসে গেছি
অঝোর ঝরা বৃষ্টির এক মনোরম দেশে।