তুমি কি আর এখানে আসবেনা
তোমার জন্য এই কাব্য অরন্য
কেমন যেন মনে হয় মনে হয় মৃত-অরন্য!
যেখানে নেই কোন পাখীর কল কাকলী
শুনতে পাইনা ঝর্নার বয়ে যাওয়া নূপুর ধ্বনি।
রাতের ঝি ঝি ও ভুল করে আর ডাকে না।
পথ ভুল করা জোনাকি এসে মরে যায়;
কাউকে এখানে দেখতে না পেয়ে।
মৃত পাতারা ও জানে এ পথে সে আর আসবেনা
তাই চলার পথ নিশ্চিন্তে ঢেকে ফেলেছে।
নিজেদের রাজত্ব ক্রমশ বাড়িয়ে চলেছে।


তুমি কি আর এখানে সত্যি আসবেনা।
সকালের সোনা রোদ্দুর এসে এসে ফিরে যায়
গোধূলির বিকেল তবু উঁকি মারে সে কি এলো?
সন্ধ্যা কুয়াশার ঘোমটা সরিয়ে দেখে নেই
সে কি এসেছে!
তারপর, হতাশ হয়ে ফিরে যায়।
একমাত্র ব্রম্ভ কমল জানত তুমি আসবেই
তাই ধীরে অতি ধীরে পত্রকোরক থেকে
সবুজ পাতাকে আহ্বান জানিয়ে দিয়েছে।
ফাগুন তাই আনন্দে গায় বসন্ত-বাহার
শুধু একরাত হলেও ব্রম্ভ কমল ফুটবেই
শুধু একমাত্র তোমারই জন্য।