ছেলেটা আমার সঙ্গে পথ হাঁটছে
নির্জন ল্যাম্প পোস্ট পেরিয়ে যাচ্ছে।
বারবার পিছনের দিকে চাইছে।
দুজনের ছায়া ক্ষুদ্র থেকে বৃহত্তর হচ্ছে।
একসময় বলতে বাধ্য হলাম
কি দেখো বারবার পিছন ফিরে
সে বলে যদি কেউ পিছন আসে
আর সজোরে আঘাত করে।
পারবো কি সামাল দিতে।
সত্যিই শুনশান রাস্তা
দেখলেই কেমন ভয় ভয় করে।


আমি বললাম ভয় কি তোমার?
কেউ যদি পিছন থেকে আসে
তার ছায়াও আমাদের সাথে মিলবে।
বিজ্ঞান সেটাই ছায়া দেখে পথ চল
এবং নির্ভয়ে এগিয়ে চলো।