আজ আমাকে একটু একলা থাকতে হবে।
আমি একলা হতে চাই।
অনেকটা আকাশের মতন
উড়ে যাওয়া মেঘ যেমন দিশাহীন।
থাকবেনা কোন ঠিকানা
কেউ জিজ্ঞাসা করবেনা কি নাম?
দিগন্ত থেকে দিগন্তে দুরন্ত পদক্ষেপে
নিজের সাথে নিজের আছে অনেক বোঝাপড়া।
একটা একটা করে প্রশ্ন করব
একটা একটা তার জবাব মিলিয়ে নেব।
কিছু উত্তর হয়তো মিলবে না। অবশিষ্ট থাকবে।
বুঝে নেব অনেকের জীবনের অঙ্ক এমনি থাকে।

আজ আমাকে একটু একলা থাকতে হবে।
আমি একলা হতে চাই।
বানজার জমি যেমন পড়ে থাকে ঠিক তেমনি ।
হয়তো ভুল করে ফুল ফোটাবে ফণীমনসা
বেভুল পথিক অবহেলায় চেয়ে দেখবে
আমি কণ্টকময়, ক্ষতবিক্ষতে রক্তাক্ত হৃদয়।
করুণার দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাবে
কোন এক নবীন কিশোরী হৃদয়।

আজ আমাকে একটু একলা থাকতে হবে।
আমি একলা হতে চাই।
ধার করে নেব আগুন, সত্য সূর্যের থেকে
কিম্বা দাবানল বা আগ্নেয়গিরি !
তথাকথিত, সেই দৃষ্টির আগুনে কবেই ঝলসে গেছি।
যা কিছু অবশিষ্ট তাও আবর্জনার মতন শেষ করব।
কষ্টি পাথরের ঘর্ষণে সত্যনিষ্ঠ হৃদয় মেলে ধরব;
শ্বেত কবুতর যেমন ডানা মেলে দেয় সুনীল আকাশে,
তেমনি নিজেকে উন্মুক্ত করে নেব।
চেনা হয়ে ও রয়ে যাব চির অচেনা।