জীবনের চাওয়া পাওয়াগুলো
কিছুতেই মিলতে চায় না।
চাওয়া ছুটে যায় সমুখে
পাওয়া হাঁটে উল্টোদিকে বিপরীতে।
শুভ আর অশুভর মধ্যে দূরত্ব বেড়ে যায়।
চাওয়া যদি পাওয়ার সঙ্গে মিলে মিশে যায়।
তবে অশুভকে সরিয়ে শুভ এসে দাঁড়ায়।
আনন্দ গান বাজে তোমার আমার মাঝে।
বৃষ্টির সুরে তালে ছন্দে
জীবন হয়ে ওঠে অমৃতময়।
সেই অমৃত সন্ধান চলে প্রতিনিয়ত
তাই সুরে অসুরে চলে চিরন্তন লড়াই।