ক্রমশ আমাদের মন রুক্ষ হয়ে উঠছে
মনের সজিবতা হারিয়ে যাচ্ছে ...
কাঁটাতারের সীমানা নির্দেশ করছে
মরুভুমি কেমন দাদাগিরিতে সফলতা পাচ্ছে।
আমরা বোধহয় সবাই জ্বলন্ত চিমনির সামনে...
যেখানে গেলে শরীরের সবটা নিমেষে গিলে নেয়।
তাহলে কি পৃথিবীর এসে গেছে শেষ সময়।


নিয়মের বিধিনিষেধ কেউ আমরা মানিনা
অভাবনীয়ভাবে প্রকৃতির জঠর থেকে সম্পদ
নিংড়ে নিয়ে গড়তে চাইছি,
নিরাপত্তার পরিখাবেষ্টিত প্রাসাদ।
ফলে যা হবার তাই হয়ে চলেছে নিরন্তর
অতিবৃষ্টি অনাবৃষ্টি মড়ক রক্ত শুন্যতার অসুখ।
নেই নেই এই ধ্বংস হতে কারোর মুক্তি নেই।


দুহাত পেতে শুধু নিয়েই গেলাম
রিক্ততা ছাড়া কিছুই দিতে শিখিনি ।
বুকের নদীতে কোনদিন কি তোমার ঢেউ জাগেনি?
গাছের পাতার হিল্লোলে মন কি তোমাদের দোলেনি?
দখিন বাতাসে যদি চিত্ত হয় চঞ্চলিত পৃথিবীর আপামর,
তবে কিছু করতেই হবে পৃথিবীর জন্য।
চল কিছু করি। ভালো করবার জন্য হাতে হাত মেলাই।