ওদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ইতিহাস।
মন্দির নগরী আলো আঁধারে সেজে উঠছে।
সারা শরীর জুড়ে তাহাদের অলঙ্কারের
শিঞ্জিনী সম্ভার।
মনোলোভা মনোহারী লাস্যময়ী উর্বশী মুহুর্তে দেবদাসীর।
একে একে প্রস্তরমূর্তির উর্বশীরা জীবন্ত হয়ে উঠছে।
লাবণ্যময়ীর নৃত্য ভঙ্গিমায় বালুচর জুড়ে সমুদ্র গর্জন।
পুরুষের পৌরুষ আজীবন তৃষ্ণা যেন কিছুতেই আর মেটেনা।
অপ্সরার নিভৃত প্রেম মোমবাতির মতো জ্বলে জ্বলে ফুরায়।
চন্দ্রাকর্ষনে চন্দ্রভাগায় একবুক হাহাকার মেশে দেবদাসীদের আর্তনাদ।
কবে থেকে আদিমতার শোষন শাসন চলে আসছে কে জানে!