চলার পথে হটাত পাওয়া আলো
  আলোর পথে চলতে শেখালো।
তোমার মন্ত্রেবলে বাঁচতে শিখি  
  ঘুঁচিয়ে আঁধার ইচ্ছা জাগালে ।


দিশারী তোমার ঝড় বৃষ্টি গান  
   সাথী হয়ে পথ দেখাবে ।
লড়ায়ের ময়দানে তুমিই ছিলে
   তাই তুমিই সাথে থাকবে
  
আমৃতু সৃজনকালে ঠিক এঁকেছ
    ক্ষেত খামারের মানুষ মুখ ।
কোন সে সুরের মুর্ছনাতে জাগে
    স্বপ্ন দেখে ঘুমভাঙা চোখ ।


দিশারী তোমার ঝড় বৃষ্টি গান  
   সাথী হয়ে পথ দেখাবে ।
লড়ায়ের ময়দানে তুমিই ছিলে
   তাই তুমিই সাথে থাকবে


কবে কুঁড়িরা সব ফুল হয়ে ফুটবে
   কবে হিমরাত শেষে বসন্ত আসবে ।
সময়ের সাথে দিগন্ত পার হয়ে
   ইচ্ছাগুলো মাটি ফুঁড়ে সব জাগবে ।
  


দিশারী তোমার ঝড় বৃষ্টি গান  
   সাথী হয়ে পথ দেখাবে ।
লড়ায়ের ময়দানে তুমিই ছিলে
   তাই তুমিই সাথে থাকবে ।