এখানে যে আজ বড় রকমের আঁধার জমেছে
ভাল মানুষের মুখোশটা তাই খসে খসে পড়ছে
গোপনে গোপনে চোরা গোপ্তায় রক্তাক্ত করেছে
ন্যায্য আধিকার যতটা ছিল সবটুকু কেড়েছে
আঁচলেতে মুখ চেপে রেখে বাঁকা হাসি হেসেছে
মিথ্যের উঁচু পাহাড় থেকে নিজেই পিছলে পড়ছে
পাঁকের গভীরে ক্রমশই তাঁর পা ডুবে ডুবে যাচ্ছে।


চিল চিৎকারে তীক্ষ্ণ নজরে শিকার খুঁজে মরে।
সকাল রাত্রি দুপুর জুড়ে মিথ্যার জাল বোনে
মিথ্যা শোকের নাটকে উনি মরা কান্না কাঁদে।


রক্ত ঘামের বিনিময়ে উপোষীরা রাত জাগে
আঁধার সরিয়ে তবুওতো আলোর সাথে সাথে।
আঁধারের সাথে মোকাবিলা করে প্রকাশ্য রাজপথে।
কে আছো পিছে চলে এসো সবহারাদের দলে।