আমি তুমি সে কেউ কারো নয়
বরং সয়ে গেলে সয়ে যাওয়া হয়।
নাই সয়তে পারলে গর্জে উঠতে হয়
গর্জে ওঠায় আগুন ছুটলে পুড়িয়ে বাঁচা যায়।

ভাগ্য মেনে থাকলে তুমি বসে
তখন যা হবার তাই হবে।
ভাগ্যটাকে বদলে দিতে হলে
নড়েচড়ে বসতেই হবে।


এই নবান্ন উৎসবে সবটায় হয়ে গেল কল্পনা।
নিজে আর চাক্ষুস করবার সুযোগ হলনা।
তবু অনেক হাস্যমুখের ছবি হয়েছে আল্পনা
চাষির সুখ কাড়তে যেন মহাজন আসেনা।


স্বপ্ন বোধহয় হারিয়ে যাচ্ছে
সামনে উঁচু বিশাল দেয়াল।
স্বপ্ন আমার সবুজ ধানের মাঠ
        চলছি খুঁজে জ্বালিয়ে রেখে মশাল।