কথায় কথা কবিতা
শিল্পীর চক্ষে সবই'তা ।
সকাল হয়েছে ওঠো সবাই
আলো ফুটেছে চল ফুল ফোটাই ।


সুন্দর কবিতা দারুন সুবাস
এমন করেই লেখ ইতিহাস ;
জীবনের যত স্বপ্ন গল্প খাস
যত উপন্যাস করে প্রকাশ।


যুদ্ধে তাহার হয় লাভ
   যে মৃত্যু ভালবাসে।
যুদ্ধে সেই অস্ত্র বিক্রি করে
   তাইতো ঘরে দানব পোষে।


বারবার মানবতার কারনে আসুক বিজ্ঞান
       হননে কেন তাঁরে করে ব্যবহার।
আশীর্বাদ না হয়ে হয় যায় অভিশাপ
      সুধীজন বলুক উপায় কিছু দরকার।