থাকুক প্রেম ঝর্নার মত
     আসুক প্রেম ঝড়ের মত
             ভাসাক প্রেম নদীর মত
                   ভুলিয়ে দিক সকল ক্ষত।

  কিযে সব হয়ে গেল এলোমেলো
            কি জানি কি কথা হয়েছিল
               বাগিচা রচনায় কি ভুল ছিল
                   বসন্তরাজ বুঝি পথ ভুলে গেল।

খুব সুন্দর জীবনের কথা
    কেই বা বোঝে গরিবের ব্যথা
       প্রতিদিন তার সেই ছেঁড়া কাঁথা
          অনাহার বেকারি অপমান মাথাব্যথা।

আজ যা আছে কাল তা নেই
      কালের নিয়মে সবই হারায়
          জীবন যখন পালাই পালাই
             সন্ধ্যা-শেষে খেলার শেষ হয়।