গদ্যে যে চোখের জল ঝরে
পদ্য পাঠেও সেই জল ঝরে।
এক হৃদয় হতে একই নোনাজল
তবে কেন তর্ক চলে স্বর্গ মর্ত পাতালে।


শরত আসেনি তবু শিউলি ফুটেছে
সরকারের কি জানি কি খেয়াল হয়েছে।
যেতে হবে দিতে হবে কিছু আনন্দ উৎসবে
কোষাগার শুন্য! তবু ধার করে ঘি খেতে হবে।



কি যে কোথায় হয়ে গেল
কার পাওয়ার কথা কে পেয়ে গেল।
পেশীশক্তিতে কার হাসি কে হেসে গেল
আজ মিথ্যা সরিয়ে সত্য প্রকাশ হয়ে গেল।

কি কথা রয়ে গেছে সংগোপনে
তাই কি আছ আজ তুমি আনমনে ।
দেখো সন্ধ্যামালতি ফুটেছে কত কাননে
তুমি চাইলে আবার জ্যোৎস্না আসবে এখানে।