নানান কথার মেলা
ফুরিয়ে আসছে বেলা।
আর সইব কত অবহেলা
এবার শেষ করে দাও খেলা।


ওরা আলো খুঁজে খুঁজে যায়
তবু বারে বারে ধোঁকা খেয়ে যায়।
মাটি ছুঁয়ে ছুঁয়ে আবার উঠে দাঁড়ায়
স্বপ্ন মেখে নিতে রাত্রিদিন করে লড়াই।


তুমিও শুনেছ আমিও শুনেছি
জীবন সেদিন জ্যোৎস্নায় ভিজেছিল।
কাশের বনে মাতাল বাতাস এসেছিল
নদীর পাড়ের মাঝি ভাটিয়ালি গেয়েছিল।


এই তুমি আর এই আমি আর সময়
সাক্ষী ছিল শুধু মোমবাতির রাত্রি ক্ষয় ।
কে যেন অলখে দিনলিপির আখর কেটেছিল।
অন্তরে ভালবাসার চরে খড়কুটোতে বাসা বুনেছিল।