যতদিন পৃথিবীতে সূর্য চন্দ্র তারা মনুষ্য বিদ্যমান।
অন্তর জুড়ে তার স্থান তিনি শেখ মুজিবুর রহমান।
যতদিন নদীর স্রোত গ্রাম নগর বন্দরেতে বহমান,
তিনি বিদ্যমান, সবার প্রিয় শেখ মুজিবুর রহমান।


স্রোত এসে এসে ফিরে যায়
পাখি ডেকে ডেকে চলে যায়।
দিন আসে দিন ফিরে যায়,
সময় বলে আমার সময় নাই।


দাও হে তোমার অন্তর জ্যোতি
দেখাও হে প্রভু অভয় মূরতি ।
মাথা নত করি সবে প্রণতি
এ অসময়ে তুমিই অগতির গতি।


সকালের রদ্দুরে কবিতার ফুলগুলি
দেখে মন যে ওঠে চঞ্চলি গো চঞ্চলি।
লুকিয়ে পাখি ডাকছে তোমার নাম বলি
উথলে ওঠা নদীর তীরে ভিড়ছে ঢেউগুলি।