অবসাদ ঘিরে থাকা গহন কুয়াশা
লাশকাটা ঘরে উদ্ভ্রান্ত একটা সময়।
প্রতিমুহূর্তে পৃথিবী ছাড়ার পরিকল্পনা
যাপিত জীবনের ঋতু-মাধুর্য শুধু শুষে নেয়।

ভাল বন্ধু ছিলাম আছি আর থাকব
কবেকার সম্পর্ক আছে কিন্তু খুব গোপনে।
আলোর ভিতর যেমন আঁধার থাকে
আঁধারে যেমন আলো অস্ফুট নৈঋত কোণে।
  
আমার স্বপ্ন পূর্ণতে সামনের বাধা ভাঙতেই হবে
রক্ত ঝরছে পায়ে ঝরুক আঁধার পথ পেরতেই হবে।
বুকের ভিতর উথাল পাথাল ঝড় রাস্তা খুঁজে নেবে
লালিত স্বপ্নের ঋদ্ধ ভোর ঠিক আসবেই আসবে।
  
মাঠ ঘাটের খাল বিল নদী পুকুরের জল শুকায়
কিন্ত শুকায় না গরিবের চোখের জল।
কত জন্মের যে শোধ হবে কে জানে সে কথা
মনে হয় চোখেই আছে, দুঃখ-ঋণের সাগর জল।