কখন এসে   কখন গেছে ফিরে
         আর খুঁজনা তারে
         অনেক তারার ভিড়ে
         অপ্রেমে গিয়েছে ঝরে ।

মনে থাকবে  হেমন্তের রোদ্দুর যখন গায়ে পড়বে
                হৃদয় কোরকে নতুন পাতা জাগবে।
           হলুদ ফুলে প্রজাপতিরা বসবে
           তখন নিশ্চয় আমার কথা ভাববে ।

একা থাকার  যন্ত্রণা যে জানে সেই জানে
                সে খুঁজে ফেরে আপন জনে।
                ছুটে যায় সেই মানুষের কাছে।
                ঝগড়া প্রেম যার জন্যে জমে আছে ।


এখন বুঝি    এই গোটা জীবনের সারকথা
                জেগে জাগানোর সৎ প্রচেষ্টা।
                আসা যাওয়ার পথ জুড়ে
                মানুষের জন্য ভাবনা এবং হাঁটা।