হারানো সম্পর্কের বেদনা দেয় মাঝে মাঝে
আপনজন কে হারিয়ে ফেলি কার দোষে?
কেবা কাকে জবাব জবাব দিতে বাধ্য হয়।
সবাই শুধুই তেলা মাথায় তেল দেয়।
  
আঁকা বাকা পথে নদী সাগর পানে ধায়
কালে অকালে সবই ঠাই তাঁর পায়।
জন্ম মৃত্যু সৃষ্টি স্থিতি আর লয়
সবই ক্ষয় অবক্ষয় তবু কান্না হাসি বড় মায়ায়।

আমার স্বপ্ন পূর্ণতে সামনের বাধা ভাঙতেই হবে
রক্ত ঝরছে ঝরুক আঁধার পথ পেরতেই হবে।
বুকের ভিতর উথাল পাথাল ঝড়ে রাস্তাই খুঁজবো
লালিত সোহাগে স্বপ্নের ভোর আনবই আনবো।


বারুদের গন্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে
আমাদের সব হারাবে মন কেমন করছে।
প্রশ্ন কথার কেউ কি জবাব দেবে?
কবে স্বয়ম্ভর হবো ভিক্ষায় দিন চলছে।