দারুন একটা মুহূর্ত সৃষ্টি
চোখে নিশ্চয় শ্রাবনের বৃষ্টি
লজ্জায় সরিয়ে নেবে কি দৃষ্টি ।
কুন্তলে ঝরে তুষার লাগে মিষ্টি


ঋতু বৈচিত্রের কি মায়া
এই রোদ্দুর এই ছায়া।
কখনও দেখিনি কায়া শুধু অনুভবে
তাঁর নিত্যি নতুন ধরায় আসা যাওয়া।

সব একদিন ফুরিয়ে যায়
মন নদীর কিনার স্মৃতিরা ছুঁয়ে যায়।
আমি তুমি স্পন্দিত শুকতারার মতন
দেখি কচুরিপানার মত স্রোতে ভেসে যায়।।


দুলছে দোদুল হাস্নুহানা
মনের পিছে মনের হানা।
আয়নাতে কার মুখ দেখে
মেয়ের মন পেয়েছে ডানা।