নতুনের প্রকাশ ঘটবেই
নতুন দিনের ফুল ফুটবেই
আশার লক্ষ্যে স্বপ্ন পূরণ হবেই
সেই স্রোতে গ্লানি অভিমান ভাসবেই।


নশ্বর এই জীবন ঈশ্বর এই পৃথিবী
এসেছি পেয়েছি একদিন ছেড়ে চলে যাব
রক্ত দেখার নেশায় কেউ কেউ মাতে আমিত্বে,
প্রাণ-সঞ্চারে বৃষ্টি খুঁজি, সেটাই পুঁজি শেষে চলে যাব।


আঁকা বাকা পথে সাগর পানে নদী ধায়
কালে অকালে সবাই হারায় মাটির আঙ্গিনায়।
লিখে গেছে কেউ জন্ম মৃত্যু সৃষ্টি স্থিতি আর লয়
সবই ক্ষয় অবক্ষয়, তবু জীবন কান্না হাসির মায়ায়।

আমার স্বপ্ন পূর্ণতে সমুখের বাধা ভাঙতেই হবে
রক্ত ঝরছে পায়ে ঝরুক আঁধার পথ পেরতেই হবে।
বুকের ভিতর উথাল পাথাল ঝড় জলে রাস্তা খুঁজে নেবে
ললিত দীপক রাগে অনুরাগে একদিন স্বপ্নের ভোর আসবে।