এত সাধু সঙ্গে মন পবিত্র কি হয়?
পেটে খিদে চোখে জল আর কত সয়?
সাধুর বেশে ওরা সব এক একটা রাবন
প্রতিদিন করে নব পন্থায় সীতা হরন।


যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব।
এখন বড় হয়ে ছোট হতে ইচ্ছা জাগে।
ওই যে ওরা কত সুখী হাতে রাখে হাত
হৃদয় জুড়ে বড় ইচ্ছা ফিরতে সেই ফাগে।


আমায় দুলিয়ে দিয়ে গেল
আমায় রঙিন করে দিল।
পাখীর মতন ডানা দিয়ে
আমায় মুক্তি দিয়ে গেল।


সেই আলোর সন্ধানের যেতেই হবে।
কেউ কেউ চায় থাকুক সবাই অন্ধকারে।
বৃক্ষ যেমন আলোয় জীবন খুঁজে পায়
এগিয়ে চলো, ভেবনা পাবে সব দুয়ারে।