এ কোন রবির আলো
আমার এই শুন্য হৃদয়ে পশিলো।
শত বছরের আঁধার বিলাপ
ঠিক তখুনি যেন চিত্তে ঝঙ্কারিল।
''কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে''


রবির তেজে জীবন গেল গেল
সবুজ বনানী দহনে শেষ হয়ে গেল।
আসি আসি করে ঝড় থমকে গেল
তবু তাঁর গানে দশদিশি মুখরিত হোল।
''  আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে ''


আশায় আশায় দিন ফিরে গেল
সে কৃষ্ণকলি আজ কোথায় গেল?
তার পথ চেয়ে চিত্ত বিকল হোল
চেনা পথ তাঁর কি করে অচেনা হোল!
''মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,''


আমিও কিন্ত জারুলের ফুলে মুখ গুঁজে
রুদ্র পলাশের অহংকারে মেতে উঠি।
চালতার ফুলে মালতিবালার মুখ খুঁজি
ভালবাসার বকুল বৃষ্টিতে নিত্য ভিজি ।
"নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল"