আহা কি আনন্দ কি আনন্দ
চারিদিকে মৃত্যু মৃত্যু গন্ধ
কেমন তুই আছিস রে নন্দ
আমায় সবাই করে পছন্দ।


হিংসা করে আজো যারা
জ্বলে পুড়ে মরুক তারা
ঝুলিয়ে রেখেছি মরণ খাড়া
কাটিয়ে নিয়েছি ফাঁড়া ।


ভিতরে বাহিরে ফুঁসছে ফুসুক
রক্তের নদী ছুটছে ছুটুক
ভয়ের রাত্রি শুধু থাকুক
সবখানে ফুল আমার ফুটুক।


কি জানি কি করছে ওরা
আলোর পথে চলেছে যারা
জোট বেঁধেছে পাগলা ঝোরা
কে কোথায় আছিস বাঁচারে তোরা


*** বিশেষ কবির সৌজন্যে উৎসর্গীকৃত।