কতদিন এই পৃথিবীতে থাকবে।
একদিন ছুটি নিতেই হতো।
ছুটির পরে আবার যখন আসবে
দেখবে শুনবে সবটা হবে আগের মতো।


ওই কে হাসে নিষ্ঠুর হাসি
বলে আয় চলে আয় খেলা খেলবি আয়।
রক্তের রঙে পিপাসা মেটাব স্বপ্ন ঘুচিয়ে দেব
আমার সাথে মরন খেলা খেলবি যদি আয়।


অনেক ঝড়ের পড়ে
দেখি অঝোর বৃষ্টি ঝরে।
কিছু তোমায় ভেজায় কিছু আমায়
দেখো ঠিক চিনে নেব ভোরের কবিতায়।


সে যে রূপসী এক চাঁদ
আকশে মাটিতে পেতেছে ফাঁদ।
সূর্যের নিয়েই সে বাঁচে
তবু সে একাই সাঁতরায় বিনিদ্র রাত।