আলো থেকে আজো মুখ সরাইনি
শুনি প্রতিধ্বনি অন্ধকারের হাতছানি;
কবির বানী অমোঘ মন্ত্র বলে জানি
তাই আলো খুঁজে ফিরি প্রতিদিনই।


লিখতে বলেছিল -জীবনের কথা মনের কথা
না জন্মানো সেই সব স্বপ্ন ভ্রুনের ব্যথা।
আর বলেছিল- ক্যনভাসেই জীবন দেখা
আসলেও আসতে পারে জল ফড়িঙের রূপকথা।


কবিরা আশাহত হয়না জেগে থাকে জাগায়
কচুরিপানা সময় স্রোতে ভেসে যায়
কবি নিবিষ্ট মনে কথা বলে হাসে গায়
বিষণ্ণ খড়কুটোয় আশার আগুন জ্বালায়।


জীবনে স্বপ্ন ছুঁয়ে নেবার মানসিকতা
এতো সাধ ইচ্ছা আশা হয়ে যাক কবিতা।
রবিরও ছিল জীবন জুড়ে কষ্ট ঝড় সুনামি
তাই কবিতায় লক্ষ মানিক রত্নরাজি দামী।