কিছু শব্দের ব্যবহার মধুর মতন
কিছু মুহূর্ত বিদ্যুৎ ঝিলিক যেন
অনবরত ঝরে পড়ছে সূর্যের কিরন
রিম ঝিম শিঞ্জিনী শোনায় বেণুবন।


বিছানো সবুজ ঘাসে শিশির বৃষ্টি
আলতা পায়ের ছন্দ দারুন মিষ্টি
বহুদিন পর আম্মা পেয়েছে দৃষ্টি
হেমন্তের সকালে হোক নতুন সৃষ্টি।


আলের পথ নদীর কাছে মিশে গেল
নদীস্রোত ঘাটে এসে কি যেন বলে গেল।
এতদিনে পাড়ানি মাঝি নিজে পার হল
চোখ মুছে তাঁর ছেলে হাল হাতে ধরল।


ওপারের কিছু মানুষ অপেক্ষায় আছে
এপারের কিছু আসে যায় সকাল সাঁঝে
মাছের রুপালী ঝিলিক জলের স্বচ্ছ কাঁচে
ক্ষুদা মেটাতে হয় আখার আগুন আঁচে।