কবিতার মলাটে লাগুক সোনালী রোদ্দুর
চুমু খেয়ে যাক লেগে থাকা ধানের শিশির
বুক জুড়ে আনুক লাখো ঊর্মি নীল সমুদ্দুর
চেনা গানে চেনা সকালে মিলব আবার।


এখন এখানে সুচেতনা থাকেনা
সুরঞ্জনা বা কঙ্কাবতী বনলতা বেঁচে আছে
কেউ এখন তারা ঠিকানায় বাস করেনা।
ওরা কবিতার খাতায় মিশে গেছে ...


আমার একদিকে তুমি অন্যদিকে পৃথিবী
আমি তোমাকেই বেছে নিয়েছি।
কাশফুলে কঙ্কাবতীকে সাজিয়ে নিয়েছি
ঝুঁকে পড়া নীলাকাশ সরিয়ে দিয়েছি।


কবিতা খাতা জুড়ে আলোর রোশনাই
যদি কেউ জানতে চায়
ও বলে দেবে আলোর পথ
ফসলের ঘ্রান ঐক্যতানে বৃন্দগান গায়।