আসছে সেদিন অশনি সঙ্কেত
সেদিন কেউ মানবেনা ভেদাভেদ
ঘুচিয়ে দেবেই দুর্ভেদ্য প্রতিবাদ
নেতা মন্ত্রী সান্ত্রী কেউ রবেনা বাদ।


আমায় তুমি ছেড়ে যেওনা
তোমায় জপি সকাল রাত্রি দুপুর
এই জীবন জুড়ে অনেকখানি তুমি
তাল বেতালে বাজুক পায়ের নূপুর।


যে নারী তার নিজ বলে
     পেয়েছে ইচ্ছে ডানা
সে নিজ অধিকারে উড়বে
     শিকল পরানো মানা।


এক্কেবারে ঠিক বলেছেন প্রিয়।
খুব সাবধানে রয়ে সহে কহিও।
গ্রাম শহরে তাহাঁদের ছবি দেখিও
নিজেকে তুলনা কখনো না করিও ।