নবান্ন । গন্ধ গরম ভাতের
নবান্ন । কার কাছেতে আব্দার।
নবান্ন । অভুক্ত রবেনা কেউ ।
নবান্ন । মহাজনের তলব ওই।

বসন্ত । দখিন দুয়ার খোলা
বসন্ত । মনে কি লাগে দোলা।
বসন্ত । ঘরেতে চাল বারন্ত
বসন্ত । জীবন জুড়ে হসন্ত।

দ্রোহ । আঁধারে একটু আলো
দ্রোহ । সবার হোক ভালো।
দ্রোহ । মৌচাকেতে মারলে ঢিল
দ্রোহ । জনরোষে ভাঙবে খিল।

ভিক্ষা । দুয়ারে দুয়ারে প্রতীক্ষা
ভিক্ষা । মাথা নোয়ানোর পরীক্ষা।
ভিক্ষা । কি দরকার শিক্ষা দীক্ষা।
ভিক্ষা । এ ভালবাসায় যক্ষ্মা ।