অবুঝের মতন মাথা ঠুকেই গেলাম
    জলের আশায় । কিন্তু পেলাম কই?
তৃষ্ণার বারি নাই । পড়ে আছে দেখি
    ধু ধু মরীচিকা ধূসর বালুকাময়।


আমরা যে কি পারি আর কি পারিনা
     নিজেই জানিনা, নাক কেটে যাত্রা ভঙ্গ করি।
স্বার্থ থাকলে আঁধারকে আলো বলি
   তবে ইচ্ছা থাকলে পাহাড় কেটে পথ গড়ি।



কি যে কোথায় হয়ে গেল
      হয়তো তালে বেতাল হোল ।
চতুর্দিক উত্তাল হোল
      থিতিয়ে গিয়ে যা'ছিল তাই হোল  


আমি যা চাই তাইতো পেয়ে যায়
    চেয়েছিলাম যা পেয়ে গেছি তাই।
অহঙ্কার ছিল জিতবই জিতবই
    কল্পনা করিনি এমন হার কী সয়?