নাম ভাঁড়িয়ে আসবে যাবে অনেক মহাজন।
মিথ্যা চেষ্টা তেষ্টা মেটাবার ।
রোদ ঝড় জলের ভাষা জানে মাটির সন্তান ।
তারই খাবার চোরা কারবার।

সময় বড় আনমোল
থাকতে মনের দরজা খোল।
অলসতা আগেই ভোল
নয়তো জীবন সব তালগোল ।

আসা যাওয়ার মাঝখানে
মায়া মমতার চাদরখানি।
ছেড়ে জেতে মন কেমন করে
ইচ্ছা আমার আবার ফিরব জানি।

সেই ছেলে শহীদ হোল দেশকে ভালবেসে
সেই ছেলে দেশ ছাড়ল জীবন ভালবেসে।
দুই আমার ছেলে দুই আমার চোখের মণি
কেউ সোনা কেউ কয়লা উত্তর দেবে খনি।