এ বড় সত্যি কথা হে...
ভিতর বাহিরে যখন এমন গরম হাওয়া ।
মনের তাপ করি কি করি প্রশমিত
মিতা, ভালো থাকার চেষ্টা করে যাওয়া।


শত ফুল হোক বিকশিত
হ্রদয় আজ হোক উদ্বেলিত
বাংলা কবিতা হোক উদ্ভাসিত
দিগন্তে জুড়ে হোক সাম্য-গীত।


ভুলতে চাইলে ভুলতে পারিনা।
তাজা রক্তের দাগ ভুলে যেতে পারি!
পলাশ ফোটাতে মরেছে সাথী
ফাগুনের দিনে তাহাঁদের স্মরণ করি।


বাহ দারুন শুনি শব্দিত ঝঙ্কার
যেন পিনাকতে লাগে টঙ্কার ।
ওই শুনি গম্ভীর নাদে ওঙ্কার
মেঘমুক্ত মন রাত্রি গেছে শঙ্কার।