ঘুমের আদর বুলিয়ে দেয় মা
প্রতি গ্রাসে মনে পড়ে মা এক সত্ত্বা।
মায়ের কোল মানে পৃথিবীর সুখ
মায়ের আঁচল বোঝায় বিশাল নিরপত্তা।


জীবনের দিনলিপি এঁকে এঁকে রেখে গেছ
বীজ থেকে ধীরে ধীরে মহিরুহ হয়ে গেছ।
জলধারা থেকে বয়ে বয়ে নদী হয়ে গেছ
খাতার পাতায় লিখে লিখে লিপিকার হয়েছ।


ওরা যে চাষ করে , নিবি না নাকি?
ওরা যে পাহারা দেয় , নিশ্চিন্তে ঘুমাস!
ওরা নোংরা সাফ করে , তাই সুখে থাকিস!
ওরা ঘর বানায় আদরে , তাই নিশ্চিন্তে বাস!


এই সমাজে এমন লোকও থাকে
   ওরা ওদের মত কথায় বিষ রাখে।
কারোর দুঃখ দেখে ভালো থাকে
   শোকে তাপে মিথ্যে অশ্রু রাখে।