সাত সমুদ্র তের নদী পেরিয়ে খোকা যাবে অচিনপুরে
সাত ঋষির অনন্য সাধনায় হয়ে গেছে অমর
সাত আশ্চর্য সে প্রেমের তাজমহল
সাত ভাই চম্পা আজো পারুল খুঁজে বেড়ায়
সাত তারার জটিল যত মন্ত্রনা
সাত তালে সংগীত জুড়ে যাদু
সাতে নেই পাঁচে ও নেই আমি নিরপেক্ষ।


তবে সুযোগ পেলে এ দল এ দল  করি
এ ডাল ও ডাল লাফ দিয়ে ফল খাই
সুযোগ বুঝে রঙ বদলে জনতায় মিশে যাই
তলার কুড়াই গাছের ও খাই
রসকলি আঁকি আবার মসজিদে ও যাই
বলতে বললে বলি ক্যাক্যা করে ডাকি
নাচতে বলে নাচি আর কাব্যে গুণ গুণ গাই।