তোমাকেই মনে করে হেঁটে যাই দূরে আরও বহুদূরে
জারুল যেখানে বিছানা পেতেছে ফুল বিছিয়ে বিছিয়ে
রাধাচূড়ার হলদে শাড়ীতে আদরিনী আদর পরতে পরতে
বয়ে আসে সুরধুনী তোমারই সে সুরের ধারায় ধারায়
অপূর্ব এক আলকচ্ছটায় সেজে আছো তুমি কি আমার সেই!


চাঁদের জ্যোৎস্না তোমার কাছে এসে চুপটি করে থাকে বসে
জোনাকিরা সব দরবারে এসে তোমায় কুর্নিশ করে যায়
বরফের শীতে শ্রাবণের ঝোরো রাতে ফাগুনের নরম প্রাতে
অক্ষরেখা দ্রাঘিমারেখার পরিক্রমায় কাঙ্ক্ষিত আলোকবর্ষ!
ওগো আমার দূর আকাশের তারা হয়েছে কি পূজার সময়?