জীবন এখন অনেকটা যেন সেঁকে নেওয়া পাউরুটি।


নেই বকম বকম সকালের চায়ে মুখেমুখি চুমুক দেওয়া;
সুখগুলো ছিল চায়ের কাপে বাষ্পের মত উড়ে যাওয়া  ।


নেই নরম শীতে পিঠে রোদ্দুর দুপুরের ভাত খাওয়া।
কৈশোরের কৌতূহলে দ্রুত স্খলনের মত নিঃশেষ হওয়া।
ঝুপ করে শীতের সন্ধ্যার মত ভালবাসা ফুরিয়ে যাওয়া।


মেনে নিতে নিতে এখন নিজেই মজে যাওয়া এক নদী।
অবজ্ঞায় যে যেমন করে পারে, পার হয় দিনে রাতে।
কুয়াশার মত দৃষ্টিতে কিছু ঝাপসা অবহেলা লিখে রাখি।
বুকে থাকা পদচিহ্নরা রোজ জ্যোৎস্না সিনানে মাতে।