যাও উড়ে যাও দূরদেশে নিরুদ্দেশে
মনের পাখা দেদার ছড়িয়ে দাও
আদরভরা মেঘ মেখে নাও
বুনো হাঁসের দল পেলে
পাল্লা দিয়ে উড়ে যাও।


যাও হেঁটে যাও নির্ভীক পদক্ষেপে
তপ্ত বালুকা ছড়ানো যে পথে
মাঝে মাঝে মরুঝড় ওঠে
মুখোমুখি সমুখে দাড়াও
বেদুইন যুদ্ধ সাজাও।


দাও সাঁতার দাও অথই নীল সাগরে
ভ্রুকুটিতে ঢেউয়ের মাথায় চড়ে
গভীরতার সম্ভ্রম তুচ্ছ জ্ঞানে
মুক্তি শিকল ভেঙে দিয়ে
জয়ী ঘোষণা করো।


পায়ে পায়ে পাহাড়ের চরম সীমান্ত
খাড়া দশপাহাড় যাও ডিঙিয়ে যাও
ঘনজঙ্গলে পদচিহ্ন রেখে রেখে
সূর্যের দেশে পৌছে যাও
অন্ধকার মুক্ত করো।




* আজকের কবিতা কবি দিপ্তেন্দুর সৌজন্যে নিবেদন করলাম।