চোখ থাকতে যিনি দেবী গান্ধারী
আত্ম অহংকারে তাঁর সত্য উল্টে যায়।
সত্যের চোখে জল, মিথ্যায় মেলে ফল
    আহা বাছা আমার আয় কোলে আয়।
নদী এখন উল্টো স্রোতে বয়
যাবেনা মোহানায় উৎসে ফিরে যাবে।
তাঁর নব উদ্ভাবনিতে নব শিল্প হবে  
  পিছনদিকে হাঁটলেই তবে এগিয়ে যাওয়া যাবে।
বিদ্যাবতী কাঁদে ঘরের অন্ধকারে।
     মালক্ষ্মী বাড়ি বাড়ি ফেরি করে।
     বিশ্বকর্মা দেওয়ালে মাথা ঠোকে।
     ঝোলা হাতে সবাই চল সেই দেবীর দুয়ারে ।