চারিধারে এখন মেলা আর উৎসব
আনন্দের ফোয়ারাতে রাত ধুয়ে যায়।
পথচারীর কিছুতেই চোখ ঘুম আসেনা।
পেটের খিদে বলছে শুবি কিরে !
এখনি যে তোর ভিক্ষা নেবার সময়।


উদ্দাম হুল্লোড়ে মাচা গেছে ভেঙে
হৈ হৈ কাঁদ রৈ রৈ ব্যপার
কেউ বলে ষড়যন্ত্র কেউ বলে নিয়তি
কেউ বলে অতি অমানিবক আবেদন
তাই অসময়ে এম্বুলেন্স ছুটে আসে।


নক্ষত্র পতনে আলো নিভে যায়
মাচার শুন্যতা জানত! কেন এমন হোল?
বলবে কাকে শুনবে কে?
বিচার বিবেচনা এখন তলানিতে
অনুবিক্ষনে তাকে পরখ করতে হয়।