ধীরে ধীরে রাত গভীর হয়
নিশাচরেরা কোটর থেকে বেরিয়ে পড়ে।
নখে নখে তীব্র ক্ষুধার আগুন-শিখা
ধূর্ত ঘোলাটে চোখ খাদ্য খুঁজে ফেরে ।
পাকে পাকে পাকযন্ত্র কুকুর কুন্ডুলি
নাসারন্ধ্রে গুমোট গন্ধ জিভে লালা ঝরে।
জমে জমে থাকা আঁধার-স্তম্ভে
মুখোশধারীদের গোপন আঁতাত উন্মক্ত করে।


রক্তে রক্তে ভিজে যাবে যুপকাষ্ঠ
লাল জবাতে সজ্জিতা ও কে নিস্পাপ নারী ?
রাশি রাশি সুরায় মদির রাত
সহসা নিদারুন আর্তনাদে বাতাসের বুক ভারী ।
ঝাঁকে ঝাঁকে পাখিরা বাসা ছাড়ে
হারিয়ে গেল শরীরী অহংকার দীর্ঘশ্বাস ছাড়ি ।
একটু একটু করে কুড়িয়ে ফেরে
ছড়িয়ে ছিটিয়ে অবশিষ্ট জীবন পারের কড়ি ।