এইতো বেশ দিব্যি ছিলাম রাজ্য ত্রিপুরাতে
জম জমাটি খেয়াল খুশির আনন্দ অশ্রুতে ।
গল্প গান আর ছোট্ট ছড়ার হাসি কবিতাতে
পরিশ্রমী পরিতোষের প্রশন্নতার পরম প্রভাতে।
সেদিন ছিল সূচনা উৎসব পরিবেশ
হৃদয় বীণার তন্ত্রীতে গভীর স্বপ্নাবেশ।
এযেন সেই গল্পে শোনা রূপকথারই দেশ
একে একে ফুল মালাতে শুভ সমাবেশ।


গোলাপের পাপড়ি ঝরে পড়ে মায়ামুকুরে  
হৃদয় গানের স্বরলিপি মুখ থেকে মুখে ঝরে।
মঞ্চায়নের মোহমায়ায় ধ্যান মগ্ন মনন নিবিড়ে;
বর্নাক্ষরে ঘরের ভিতর অঝোরে বৃষ্টি ঝরে।
আবার দেখা হবে শেষ কবিতার কথায় আসে
কোন একদিন কোন আশ্চর্য এক দেশে ।
হয়তো কোন দুরন্ত এক দোয়েলের শিষে
সকলের চোখে চোখে আনন্দ অশ্রুতে মিশে।