তুমি নাকি এই শীতে আমার শহরে আসছ
সেই কবে থেকে তোমার জন্য পথ চেয়ে
তুমি নাকি সবার জন্য অনেক উপহার আনো
আমায় একটু আলো এনে দেবে।


আমার স্যাঁতস্যাঁতে ঘরে বারমাস থাকে শীত
মায়ের দেওয়া নকশিকাঁথা এখন শত ছিন্ন
সবাইকে কত কিছু উষ্ণতা এনে দাও
আমায় শুধু ছুঁচ সুতো এনে দিও।


আমার বাবার কাজ আমার পছন্দ নয়
সেই সকাল থেকে কাগজ কুড়িয়ে বেড়ায়।
দিনের শেষে ফেরে শুকনো মুখে শূন্যতায়  
ওর জন্য একটা কাজ দেখে দিও।


মা আমার সন্ধ্যা হলে চোখে কাজল পরে
রাত ফুরিয়ে ক্লান্ত দেহে ফেরে নিজের ঘরে।
বুকের ভিতর মোচড় দিয়ে কান্না আসতে চায়
কান্না সরিয়ে দিয়ে আমায় একটু হাসি দিও।