তুমি কাল আসছ তো?
তোমাকে ছাড়া কিন্তু কোন কাজ হবেনা।
শঙ্খ কে বাজাবে বলো ?
উলু ও তুমিই দিতে পারো।
আনন্দের এই প্রাঙ্গন আবার আবিরে রেঙে উঠবে।
কাল যে আমাদের সবার পরম আনন্দের দিন।
সুদূর দিগন্তে যারা আছে তারাও মুখিয়ে থাকবে;
সরাসরি অনুষ্ঠান দেখবার জন্য।
যারা চলে গেছে তারাও হয়তো অপেক্ষা করবে...
আমরা কেমন একের পর এক
উৎসবের মঞ্চ সাজিয়ে তুলছি ধীরে ধীরে।
তুমি তো জীবনানন্দের কবিতা পাঠ করবে।
এসো কিন্তু... কাল ওর নবজন্মের আসর...
ওকে তো তোমরা সবাই চেনো, জানো।
তোমাদের পরম আদরে
ও এখন ফুটফুটে পূর্ণ-সকাল হতে চলেছে।
সবাই মিলে গাইতে হবে ... হে নুতন দেখা দিক।


আর একটা কথা
এখানে এলেই দেখবে সব্বাই এসেছে খুশি মনে।
বয়েস ভুলে নিজেদের ভাবে কিশোর বা কিশোরী।
আর একটা অবাককথা আছে।
এখানে এলেই দেখতে পাবে
''মেঘ বৃষ্টি রোদ্দুরে''র মেলা চলছে।
তুমি না এলে ওর খুব মনখারাপ হবে।
তাই বলছি একটু সময় করে চলে এসো সবুজ মাঠে।