ফিরে গেছিলাম  ...
ভেবেছিলাম করুন যন্ত্রণার উপশম হবে
অনন্ত এক স্বপ্নের দেশে পথ হারাতে
ইচ্ছাগুলো স্বপ্নের রঙে জারিত হতে ;
দীর্ঘ সময় জোত্স্নাস্নানে আলোকিত হতে
পাতার পর পাতা উল্টে শুদ্ধ ঋদ্ধতায় ।
ফিরে গেছিলাম ...
জোনাকির আসরে দরবারী কানাড়ায় স্তব্ধ হতে
ঘুঙুরের মিঠে বোলে জবাব ''কেয়া বাত ''বলতে
ঝাড়বাতির নেভা আলোয় সুখ নিদ্রা যেতে ;
অবিরাম বৃষ্টি ফোটার উষ্ণ প্রসবন হয়ে ঝরতে
প্রতি শিশির কণায় হীরকছটার বর্ণিল হতে ।
ফিরে এলাম ...
সেই অসাধ্য সাধনার জলাভূমিতে মুক্তি নেই
উধাও জাগতিক ছোট ছোট ভালবাসা দিন
ক্রমশ নিরাপত্তাহীনতায় আগ্নেয়গিরির উত্স ;
প্রতি পদক্ষেপে পদস্খলনের আগাম হাতছানি
তাই, ফিরে এলাম আবার একান্ত মাতৃঅঞ্চলে ।




বন্ধু কবি সৌমেন - এর জন্য উত্সর্গ করলাম এই  কবিতা ।