আসছি ফিরে আসছি
কল্লোলিনী কলকাতা আমি আসছি।
সাদর আগ্রহে দুর-প্রবাস থেকে আসছি।
অনেকদিন দেখিনি আমার চেনা পথ ঘাট।
চেনা মানুষের মুখগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল।
নিমের ডালে কাকের বাসায় যে ডিম ছিল।
এতদিনে নিশ্চয়ই উড়ে গেছে ডানা মেলে।
নিমের পাতায় ছাদ ভরে গেলে খুব রাগ হতো।
নাহ আজ আর রাগ অভিমান কিচ্ছু নেইরে শুচিসুন্দরি ।
বড্ড বেশি তোর কথাই মনে পড়ছেরে।
গত সুনামিতে তোকে অক্ষত দেখেছি।
শুনেছি কালবৈশাখী ঝড় তেমন ভয়ংকর ছিলনা।
ভালো লাগছে মানুষগুলোর হাসি আবার দেখতে পাব।
ওদের সুখ-দুঃখ হাসি-কান্না আবার ভাগ করে নিতে পারব।
এ যেন আমার নিজের মায়ের কোলে ফেরা।
মায়ের  আঁচলে নিরাপত্তা খুঁজে নেওয়া।
বুকের মধ্যে মুখ গুঁজে স্বপ্নে মেখে নেওয়া।
হোকনা সে আটপৌরে তবু যেন কলকাতা মাতৃসমা।
ভিতরে-বাহিরে আনন্দ যেন ফুলঝুরির মতো জ্বলছে।
ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ছে শুন্য হৃদয় জুড়ে।
আমার ভালবাসার কলকাতা আসছি।
কী ভীষণ টান অনুভব করছি তোমার জন্য।
আসছি কল্লোলিনী কলকাতা আমি ফিরে আসছি।