যেতে যেতে কি আবার আর ফিরে দেখব?
দেখা শোনা বোঝার ফসল মিলে গেছে।
যার যার ফসল তাঁরা সবটা নিয়ে গেছে।
শুন্যমাঠ হাহাকারে শুধু শুধু কেঁদে ফিরছে।


ওখানে গাছের ছায়া, গাছ কেটেছি
ঐখানে শুখা কেন? নালা কেটে দিয়েছি
একি পোকার উৎপাত! ওষুধে এনেছি
পঙ্গপাল খেয়ে যাবে? রাত জেগেছি।
সোনালী ফসল মাঠ ভরা দুচোখ জুড়াই।
নজর সরাও তফাৎ যাও... হুঙ্কার লাঠিয়ালের,
চোখের সামনে ভারী গাড়ীর আসা যাওয়া
চাকার শব্দে চিৎকার এ জমি ...এ ফসল আমার...


পথের দিকে চেয়ে থাকা সেই পথ জানে
ফসলের মাঠ আকাশের দিকে চেয়ে নীরবে।
হিমেল বাতাস শুধু বলে এরপরেও চুপ থাকবে?
কবে স্বার্থপর হবে ! নিজেরটা নিজে বুঝে নেবে।