তখন মাঝরাত
তারাদের সাথে কথা বলে,
মেঘেদের সাথে বিদায় নিয়ে,
শুনশান রাজপথ ধরে বাড়িতে এলাম।
এসেই শ্রান্ত মনের ক্লান্তি দূর হয়ে গেল।
উঠানের কামিনী পাপড়ি ঝরিয়ে দিল।
মাধবীলতা মৃদু বাতাসে দুলছে...
আর যেন বলছে - কি ভালো ছিলে?


সাদা টগর আলো ছড়িয়ে হাসছে
-যেন তার খুশি প্রকাশ করছে।
একরাশ ভাল লাগা নিয়ে আত্মজ
দরজা খুলে দিয়ে হাত বাড়ায়।
আমার চোখ যেন কাউকে খুঁজে চলেছে।
সে তখন গভীর নিবিড় ঘুমে আছন্ন।
কেমন যেন মায়াময় পরিবেশ।
জাগালাম না, থাক সে তার মতন।
নিজের চেনা বিছানায় এসে
চেনা গন্ধের বালিশে মাথা রেখে,
হারিয়ে গেলাম ঘুমের দেশে।