ছেলে আমার মস্ত বড় লেখক
তাই গাছ নিয়ে লিখেছে বিশাল রচনা
গাছ নাকি পরিবেশ বাঁচায়।


সে এখন সবে ছয় পেরিয়ে সাত
কি আশ্চর্য কেমন করে সে জানল
যে একটি গাছ একটি প্রাণ।


সবাই জানে গাছ ফল ফুল দেয়
ছেলে বলেছে গাছ বৃষ্টি এনে দেয়
জানিনা ছোট মাথায় বুদ্ধি রাখে কোথায়?


গাছে বসে পাখি গাছ ছায়া দেয়
গাছেরই জন্য মানুষ পৃথিবীতে বাঁচে।
ও জেনেছে গাছ ওর বিশেষ বন্ধু।


গাছের জন্য জীবজগত বেঁচে আছে
না হলে এই পৃথিবী ধূধূ মরুভূমি ।
ও এই আসল সত্য ছেলে জানে।


কিন্তু অনেক লোভী মানুষ তা ভুলেছে।
তাই নিরন্তর চলে প্রকৃতির ধ্বংসলীলা
আওয়াজ তুলেছে ছেলে এমনটা চলবেনা।
আজ থেকে গাছ লাগান প্রাণ বাঁচান
তবেই এ দেশ বাঁচবে । ে