আসলে, বলবো বলবো করে বলা হয়নি
মনের মধ্যে একটা প্রশ্ন রোজ আসে
ভাবি আজ বলে দেবো তোমার দেখা পেলে
ঘাসের বুকে যেমন শিশির নেমে আসে চুপিসারে
সবুজ ঘাসেরা কিছুতেই টের পায়না কখন শিশিরকনা
এসে বলে গেছে কানে কানে সেইকথা।


আসলে, বলবো বলবো করে বলা হয়নি
কনে দেখা রোদ্দুরে তোমার মুখ মনে পড়ে
প্রথম ফোটা মল্লিকার মতন নিস্পাপ হাসি
বেমালুম ভুলে যাই কি যেন তোমায় বলার ছিল।
দুরের সিন্দুরে মেঘে মেঘে সে সবকথা ছড়িয়ে গেল
কিছুটা মল্লিকার সুবাসে আজো ভেসে ভেসে বেড়ায়।


আসলে বলবো বলবো করে বলা হয়নি
অনেকদিন ধরে অন্তরে রয়ে গেছে শিকড়ে ছড়িয়ে
আজ সন্ধ্যাকালে ফুটবে বহু প্রতিক্ষার নিশিপদ্ম!
তোমাকে সাক্ষী রেখে বলে ফেলব না বলা সেই কথা
চোখে চোখ রেখে সেফুল সাথে জেগেছিল সারারাত
সকালের শুরুতে ঝরে গেল সব একান্ত অভিমানে