ঘুষ কেউ খায় কেউ খাওয়ায়
    কেউ কেউ এমনি খায় ।
কেউ খেতে না'চাইলে তারে  
    জোর পূর্বক গেলানো হয়।
গিন্নি বলেন ঐযে দত্তমশায়
    হটাত ফুলে একাকার।
তুমিও খাও মাঝে মধ্যে
    ভিতুর ডিম একনাম্বার ?
ছেলে আমার কলেজ যাবে  
    প্রমাদ গনি মনে মনে !
দাদাদের দিলেই নাকি
    অন্তর্ভুক্তি পরক্ষণে ।
পাশ কাটিয়ে আসুন কাছে ।
   দিচ্ছি দাদা লাইন কেন ?
কাজের কাজটা বুঝে নেন  
  উপরি কিছু তুরন্ত দেন ।
সাতপাঁচ ভাবি কিযে করি
   ভেবে গেলাম জীবন ভরি ।
ঝুলি আমার ঝেড়ে দেখি
   নেই শেষ পাড়ানির কড়ি ।